ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
২৫ নভেম্বর, ২০২১, বৃহস্পতিবার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডাস্থ সাতারকুলে ইংরেজি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির র্বোড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “তোমাদের জন্য abandoned world open আছে। Take it. Take the opportunity.” এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব), অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী-সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
উক্ত নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইংরেজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এস. জুবায়ের আল আহমেদ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও সেন্টার ফর এক্সিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট-এর ডিরেক্টর, মোঃ আনিছুর রহমান ।
শেষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক পর্বটি হয়ে ওঠে প্রানবন্ত। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছিলো নবীনদের পদচারণায়। করোনার ভয়াবহতায় গোটা পৃথিবী এতোদিন ছিল স্থবির। অনলাইন ক্লাসে হাঁপিয়ে উঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা বহু আকাঙ্খিত এই দিনটি পেয়ে আনন্দ ও উল্লাসে মেতে উঠেছিল। তাই অন্য সব দিনের চেয়ে হয়ে এই বিশেষ দিনটি হয়ে উঠেছিল আনন্দময়।