Day-long Workshop BAETE on-site Training on Outcome-based Education and Accreditation

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বিএইটিই অন-সাইট ট্রেইনিং অন আউটকাম-বেজড এডুকেশন এন্ড এ্যাক্রিডিটেশন’ বিষয়ক কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ‘বিএইটিই অন-সাইট ট্রেইনিং অন আউটকাম-বেজড এডুকেশন এন্ড এ্যাক্রিডিটেশন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ১৪ ডিসেম্বর, ২০১৯ইং ইউনিভার্সিটির ৬৬, গ্রীনরোড ক্যাম্পাসের ড. এম. আই. পাটোয়ারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় রির্সোস পারসন হিসাবে উপস্থিত ছিলেন ড. আরশাদ এম চৌধুরী, অধ্যাপক এন্ড ডীন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স, ব্র্যাক ইউনিভার্সিটি। তিনি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম এ্যাক্রিডিটেশনের বিভিন্ন ক্রাইটেরিয়া, আউটকাম বেজড ফ্রেমওয়াক, বিভিন্ন প্রকার লার্নিং আউটকামস্, ম্যাপিং, ডেলিভারী ম্যাথড্স, আধুনিক টুলস এবং মূল্যায়ন পদ্ধতি ও ফিডব্যাক লুপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত কর্মশালায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান কর্মশালার বিষয়ভিত্তিক কয়েকটি ভিডিও সেশন পরিচালনা করেন। এছাড়া বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার; সিএসই, ইইটিই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানগণসহ ৬৫ জন শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

error

Enjoy this blog? Please spread the word :)