ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের আনন্দ মূখর পরিবেশে নতুন ভবনের উদ্বোধন
৮ ফেব্রুয়ারি বুধবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে নবনির্মিত ভবনে আইন অনুষদের ক্লাশ সমূহ আনন্দ মূখর পরিবেশে স্থানান্তরিত করা হয়েছে। এই আনন্দ মূখর অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউনিভার্সিটির বোর্ড অব টাস্ট্রির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বোর্ড অব টাস্ট্রির ভাইস চেয়ারম্যান এস. কাদির পাটোয়ারী, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা। আইন অনুষদের ডীন অধ্যাপক ড. এম ডব্লিউ হক, রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলাম ও আইন অনুষদের শিক্ষকবৃন্দ। নতুন ভবনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রছাত্রীরা নেচে-গেয়ে-আনন্দ-উল্লাসে মাতিয়ে তোলে।