বিদেশী শিক্ষার্থীদের নিয়ে ওয়েব ডিজাইন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে
৩০শে সেপ্টেম্বর, রাত ৮ টায়, রোজ সোমবার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পিপল এ্যান্ড টেক এর যৌথ উদ্যোগে এবং ডি.আই.ইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব (সিপিসি) এর সহযোগিতায় ডি.আই.ইউ তে পড়ুয়া বিদেশী শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয়ে গেল প্রফেশনাল ওয়েব ডিজাইন বিষয়ক ওয়ার্কশপ। ওয়ার্কশপটি সরাসরি সামাজিক মাধ্যম ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সি.এস.ই, ঢাকা বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা, ডিপার্টমেন্ট অফ সি. এস. ই., ডি.আই. ইউ, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সোসাইটি।
ওয়ার্কশপে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন পিপল এ্যান্ড টেক এর চীফ অপারেটিং অফিসার জনাব মো. আবদুল হামিদ, এছাড়াও সহযোগী বক্তা হিসেবে পিপল এ্যান্ড টেক লিমিটেড এর সিনিওর ফ্যাকাল্টি, জনাব আরমান হাকিম সাগর বক্তব্য রাখেন । তাদের বক্তব্যে প্রফেশনাল ওয়েব ডিজাইনের আদ্যোপান্ত ফুটে উঠে।
ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ড.এ.টি.এম. মাহবুবুর রহমান, ডিন, বিজ্ঞান অনুষদ, ডি.আই.ইউ। এছাড়াও সঞ্চালনার দায়িত্ব পরিচালনা করেন খন্দকার মোঃ মহি উদ্দিন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সি.এস.ই. , ডি.আই.ইউ এবং মোঃ মাহবুবুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সি.এস.ই. , ডি.আই.ইউ । অসংখ্য শিক্ষার্থীর স্বত্বস্ফুর্ত অংশগ্রহণে ওয়ার্কশপটি পেয়েছে ভিন্ন মাত্রা। ওয়ার্কশপ শেষে উপস্থিত সকল শিক্ষার্থীদের শিক্ষার্থীকে ই-সার্টিফিকেট প্রদান করা হয়।