ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের নবীনবরণ অনুষ্ঠান
গতকাল ১২ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির র্বোড অব ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান ইতিাসবিদ প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব), প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা। নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. শওকত আরা হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্বোড অব ট্রাস্টির সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ। উক্ত নবীনবরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ অনুষ্ঠানটি উপস্থাপন করেন দোয়েল আকতার।
শেষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশ গ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক পর্বটি হয়ে ওঠে প্রানবন্ত। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছিলো নবীনদের পদচারণায়। করোনার ভয়াবহতায় গোটা পৃথিবী এতোদিন ছিল স্থবির। অনলাইন ক্লাসে হাঁপিয়ে উঠা বিশ্ববিদ্যালয়ের এই তরুণ শিক্ষার্থীরা বহু আকাঙ্খিত এ দিনটি, তাই অন্য সব দিনের চেয়ে হয়ে উঠেছিল আনন্দময়।