ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক Budget FY 2021-22: Reflections From the Perspectives of Resource Allocation and Implementation শীর্ষক একটি ওয়েবিনার
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রস্তাবিত বাজেটের উপর ওয়েবিনার অনুষ্ঠিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক Budget FY 2021-22: Reflections From the Perspectives of Resource Allocation and Implementation শীর্ষক একটি ওয়েবিনার মঙ্গলবার ২২ জুন ২০২১ সকাল দশটায় অনলাইনে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ওয়েবিনারে প্রধান অতিথি এবং কিনোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র ডিসটিনগুয়িশ ফেলো ড. মোস্তাফিজুর রহমান। এসময় ড. মোস্তাফিজুর রহমান ২০২১-২২ সালের প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রেক্ষাপট, বৃহদাকার অর্থনৈতিক কাঠামো, কর কাঠামো, বাজেট বাস্তবায়নে প্রতিবন্ধকতা, করোনাকালীন প্রণোদনা প্যাকেজ প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করেন। ডিআইইউ’র ব্যবসায় শিক্ষা অনুষদের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূইয়া ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন। তিনি প্রস্তাবিত বাজেটের মনিটরিং ও বাস্তবায়নের উপর জোর দেন। এছাড়া তিনি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে দারিদ্র দূরিকরণের ক্থা বলেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। তিনি বাজেটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের অন্তর্ভূক্তি ও সকলের মতামতের ভিত্তিতে প্রণয়নের দাবী তোলেন। ওয়েবিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা এবং ওয়েবিনারটি সঞ্চালনা করেন ডিআইইউ ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া মেহজাবিন। ওয়েবিনারটি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান ও অতিরিক্ত পরিচালক রাইসুল ইসলাম সৌরভের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়।