ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মুজিববর্ষ আইটি কার্নিভাল-২০২০ সম্পন্ন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬৬, গ্রীন রোড ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ২ দিন ব্যাপী মুজিববর্ষ আইটি কার্নিভাল-২০২০ সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ।
অনুষ্ঠানটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, স¤্রাট কুমার দে, সিএসই বিভাগ, উপস্থাপক হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ তাহজিব উল ইসলাম ।
উল্লেখ্য, মুজিববর্ষ আইটি কার্নিভাল-২০২০ ২ দিন ব্যাপী এ অনুষ্ঠানে বুধবার দেশের ৬৪টি স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৯টি ক্যাটাগরীতে মোট ৩১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন দেশে ৪র্থ শিল্প বিপ্লবের উপর ৯টি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেন।
রাউন্ড টেবিলের পাশাপাশি ফ্রন্টায়ার টেকনোলজির উপরে ৩টি আলাদা আলাদা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
এতে অধ্যাপিকা সেলিয়া শাহনাজ, অধ্যাপক ড. লাফিফা জামালঅধ্যাপক ড. এমদাদুল ইসলাম ও অধ্যাপক ড. আবুল কাশেম সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন।