ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘মেথডস্ ফর ইনোভেশনস্ ইন টিচিং-লার্নিং এন্ড এ্যাসেসমেন্টস্’ বিষয়ক কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ‘মেথডস্ ফর ইনোভেশনস্ ইন টিচিং-লার্নিং এন্ড এ্যাসেসমেন্টস’-এর উপর ০৮ জুলাই, ২০১৯ইং দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটির ৬৬, গ্রীনরোড ক্যাম্পাসের ড. এম. আই. পাটোয়ারী অডিটোরিয়ামে। উক্ত অনুষ্ঠানে রির্সোস পারসন হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মোজাহার আলী, জিটিআই-বিএইউ, ময়মনসিংহ। তিনি তাঁর বক্তব্যে ইনোভেশনস্ ইন টিচিং-লার্নিং এবং এসেসমেন্ট মেথডস্ সম্পর্কিত উচ্চক্রম চিন্তা দক্ষতার উপর বিশদ আলোকপাত করেন। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির সকল বিভাগের ১২০ জন শিক্ষকমন্ডলী, বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণসহ রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান। কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন আইকিউএসি’ অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা।