ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভুক্তকরণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে ২ দিন ব্যাপী নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভুক্তকরণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আজ সমাপ্ত হয়েছে । দ্বিতীয় দিনের সম্মেলনে শুরু হয় দুপুর আড়াইটায় । এর প্রথম সেসনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের প্রফেসর ড. গনেশচন্দ্র সাহা। দ্বিতীয় সেসনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম ভ’ঁইয়া। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ভারতের ছায়াদেবী-ই, পূজা শর্মা ও বাংলাদেশের নাসরিন খাতুন।
আলোচনায় অংশ গ্রহণ করেন ইন্দোনেশিয়া আশিয়ান ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ভাইস চ্যান্সেলর অধ্যাপক দাতো ড. জাহিদুল হক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মইনুল ইসলাম ও কলা অনুষদের ডীন অধ্যাপক ড. শওকত আরা হোসেন প্রমুখ।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের তামিলনাড়– বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সোস্যাল সাইন্সেস ফর উইমেন ও ব্যাঙ্গালুরুুর এমটিসি গেøাবালের যৌথ আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আগত প্রায় ৪০ জন প্রখ্যাত গবেষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক অংশগ্রহণ করেন। তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভুক্তকরণ বিষয়ক প্যানেল আলোচনা ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
সোমবার সকাল ৯ টায় ২ দিন ব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভণর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।