ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভুক্তকরণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে ২ দিন ব্যাপী নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভুক্তকরণ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯ টায় ২ দিন ব্যাপী এ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভণর ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফরাসউদ্দিন। সম্মেলনে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে প্রবন্ধের উপর আলোচনা করেন জার্মান দুতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল শলথাইস ও অত্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি ও বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সোস্যাল সাইন্সেস ফর উইমেন এর হেড অব কমার্স ড. কে প্রিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন গত ৪৭ বছরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ যেভাবে বৃদ্ধি পেয়েছে তা বিশ্বে অনুকরনীয় দৃষ্টান্ত। বাংলাদেশের নারী এখন প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পীকার এবং সংসদের উপনেতাও নারী। এ বিশ্বে বিস্ময়কর। পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বে পরিণত করবে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের তামিলনাড়– বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সোস্যাল সাইন্সেস ফর উইমেন ও ব্যাঙ্গালুরুুর এমটিসি গেøাবালের যৌথ আয়োজনে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আগত প্রায় ৪০ জন প্রখ্যত গবেষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক অংশগ্রহণ করেন। তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভুক্তকরণ বিষয়ক প্যানেল আলোচনা ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনের দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, এমটিসি গেøাবালের সভাপতি ভোলানাথ দত্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ ওহেদুল্লাহ, ভারতীয় অধ্যাপক ড. আর পুনিথাভাতি ও ড. সকুন্তলা সেত্তার।
প্যানেল আলোচনায় ও গবেষণা প্রবন্ধে অংশগ্রহণ করবেন ইন্দোনেশিয়ার আসিয়ান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দাতো সেরি, ড. জাহিদুল হক, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম, গ্রীণ বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোঃ গোলাম সামদানী ফকির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন অধ্যাপক ড. রহমত উল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, ড. এ এলেন গোবান, ড. জ্যাকেব কালে, ড. এনিস ভি পিল্লাই, ড. এম. এইচ হুল্লুর প্রমুখ।