ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নারীর ক্ষমতায়ণ, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভূক্তকরণ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬৬ গ্রিন রোড ক্যাম্পাসে ২৯ ও ৩০ এপ্রিল দুই দিন ব্যাপী ‘নারীর ক্ষমতায়ণ, লিঙ্গ বৈচিত্র্য ও আর্থিক অন্তর্ভূক্তকরণ’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হহবে। সকাল ৯টায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া থেকে প্রায় ৪০ জন প্রখ্যাত গবেষক, উপাচার্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ছাত্র ও ডেলিগেট অংশগ্রহণ করবেন। তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈচিত্র্যও আর্থিক অন্তর্ভূক্তকরণ বিষয়ক প্যানেল আলোচনা ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ভারতের তামিলনাড়ুর বিবেকানন্দ কলেজ অব আর্টস এ্যান্ড সোস্যাল সাইন্সেস ফর উইমেন ও ব্যাঙ্গালুরুর এমটিসি গেøাবালের যৌথ আয়োজনে এ আন্তর্জাতিক সন্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল শলথাইস। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহআলী ফরহাদ ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার আসিয়ান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দাতো সেরি ড. জাহিদুল হক, দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম; গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানি ফকির, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিস’র ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এম.পি অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী, এম.পি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদেও ডীন অধ্যাপক ড. রহমত উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে. এম. মোহসীন ও বোর্ড অব ট্রাস্টিস’র চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী ।
একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্মেলনের সমাপ্তি হবে।