ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রিএ্যাড্রেসিং দ্যা এলিমেন্টস অব কারিকুলাম বিষয়ক কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকদের নিয়ে রিএ্যাড্রেসিং দ্যা এলিমেন্টস অব কারিকুলাম বিষয়ক কর্মশালা অদ্য ১৯ অক্টোবর, ২০১৯ ইং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস অডিটেরিয়ামে আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান। তিনি কারিকুলামের বিভিন্ন এলিমেন্টস, এ্যাকশন ভার্ব, কন্ডিশন ও স্ট্যান্ডার্ডের যথাযথ ব্যবহার, লার্নিং আউটকামস্ এ্যাড্রেসিং, ম্যাপিং, এ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং গেøাবাল বিশ্বের সঙ্গে সমন্বয়কৃত ইন্ড্রাস্ট্রিয়াল এ্যাটসমেন্টসহ কারিকুলাম মডিফিকেশনের উপর বিশদ আলোচনা করেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উদ্বোধনী ও সমাপনী বক্তৃতা প্রদান করেন যথাক্রমে উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান এবং কো-অর্ডিনেটর মোঃ হাকিমুজ্জামান শাহ্।