ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
গতকাল ২৬ ফেব্রæয়ারি বুধবার গুলশান সিম্পনী ভবনে এক্সিম বাংকের প্রধান কার্যালয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এক্সিম ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীর অন-লাইন সিস্টেমের মাধ্যমে তাদের টিউশনফি প্রদান ও অন্যান্য আর্থিক কর্মকান্ড সম্পন্ন করতে পারবে। এ ছাড়াও তারা কোন অর্থ ছাড়াই চলতি হিসাব খুলতে পারবে। এ চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কে এম. মোহসীন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মইনুল হোসেন, যুগ্ম পরিচালক মাসুদ পারভেজ পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ ফিরোজ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবির, শাহ মোঃ আব্দুল বারি, শেখ বাসিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।