অফিসিয়াল ড্রেস কোড | কোথায়, কেমন?
শার্ট, কামিজ (সেমিলং), ফ্রগ, টপ্স, লংশার্ট, শর্ট-শার্ট, শাড়ি বা ফতুয়া উপরোক্ত রঙের হতে হবে I তবে চিকেন-কারি কাজ (সফল-ওয়ার্ক), উপরোক্ত রঙের সাথে খুবই সামান্য সাদা প্রিন্ট বা সাদা চেকের কাপড় ব্যবহার করা যাবে I সিল্ক, জর্জেট বা শিফন (নন ট্রান্সপারেন্ট) কাপড় (মেয়েদের ক্ষেত্রে) হতে হবে I
টাই, রুমাল, হিজাব, স্ক্র্যাফ, ব্লাউজ বা ওড়না এমন হতে হবে I সুতি কাপড় নিষিদ্ধ ! প্রিন্ট এর রং নির্বাচন করার সময় সাদা অবশ্যই নীল এর চেয়ে কম হতে হবে I শাড়ির ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই বড় গলার ব্লাউজ ও নটেড ব্লাউজ পরিহার করতে হবে ।
* শাড়ি ছাড়া বাকি সব ক্ষেত্রে অবশ্যই ফরমাল পান্ট পড়তে হবে I * সব ক্ষেত্রে কালো ব্লেজার অবশ্যই I * ফর্মাল জুতা বা কেডস I * মুখমন্ডল সবসময় পরিস্কার এবং ফ্রেশ ভাব থাকতে হবে I প্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার করতে হবে I মেয়েদের জন্য লিপস্টিক এবং ছেলেদের জন্য লিপজেল অবশ্যক I বডি স্প্রে বা পারফিউম সবার জন্য I |