ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মুজিববর্ষ আইটি কার্নিভাল-২০২০ অনুষ্ঠিত
আজ ২২ শে জানুয়ারী ২০২০ইং রোজ বুধবার সকাল ১০টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬৬, গ্রীন রোড ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে মুজিববর্ষ আইটি কার্নিভাল-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২ দিন ব্যাপী এ অনুষ্ঠানে বুধবার দেশের ৬৪টি স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৯টি ক্যাটাগরীতে মোট ৩১৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, এছাড়াও দেশে ৪র্থ শিল্প বিপ্লবের উপর ৯টি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সম্মানীত চেয়ারম্যানবৃন্দ রাউন্ড টেবিল আলোচনায় অংশ নেন।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম কায়কোবাদ। এছাড়াও আলোচনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান।
রাউন্ড টেবিল আলোচনায় অংশগ্রহণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. সাইদ মোঃ গালিব, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ সিএসই বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. চৌধুরী ফারহান আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডীন, অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, ইউনিভার্সিটি অব লিবারেল আট বাংলাদেশ’র সিএসই বিভাগের ডীন, অধ্যাপক ড. মোঃ আব্দুল মোতালেব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী।