৯ম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি; চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিস, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিনিধি দলের ৯ম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি; চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিস-এর নেতৃত্বে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র একটি প্রতিনিধি দল এমটিসি গ্লোবালের আয়োজনে আজ ৭ সেপ্টেম্বর ভারতের বাঙ্গালুরু শহরে অনুষ্ঠিত ৯ম ওয়ার্ল্ড এডু সামিটে অংশগ্রহণ করেন। ‘উচ্চ শিক্ষার আন্তর্জাতিকিকরণঃ প্রতিবন্ধকতা ও সুযোগ’ শীর্ষক এই আন্তর্জাতিক সামিটে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি সম্মানিত অতিথি হিসেবে উচ্চ শিক্ষার আন্তর্জাতিকিকরণঃ প্রতিবন্ধকতা ও সুযোগ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং ডিআইইউ’র অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ সেলের পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান উচ্চ শিক্ষার আন্তর্জাতিকিকরণের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশের অবস্থান ও এ বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূমিকা শীর্ষক বক্তব্য
সামিটে উপস্থাপন করেন ।
এছাড়াও সামিটে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেন এমটিসি গ্লোবালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ভোলানাথ দত্ত, ড. এস প্রতাপ রেডি, চেয়ারম্যান, ধ্রুব কলেজ অব ম্যানেজমেন্ট, হায়দারাবাদ; অধ্যাপক ড. ভিনিতা আগারওয়াল, পরিচালক, আমিতি বিশ্ববিদ্যালয়, জয়পুর; অধ্যাপক ড. আফতাব আলম, ডীন, বাণিজ্য ও ব্যবস্থাপনা অনুষদ, রমা বিশ্ববিদ্যালয়, কানপুর, ইউপি, ভারত প্রমুখ।
সম্মেলন শেষে ডিআইইউ প্রতিনিধি দল উচ্চ শিক্ষার আন্তর্জাতিকিকরণে ও যৌথ গবেষণা এবং শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে ভারতের বাল্লারী, কর্ণাটকের বাল্লারী ইন্সটিটিউট অব টেকনোলজি এ্যাণ্ড ম্যানেজমেন্ট সঙ্গে একটি সমঝোতা স্মারকে চুক্তি স্বাক্ষর করেন ।