অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।
মাননীয় চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. জাহিদুল ইসলামকে ৪ বছরের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে লেকাচারার হিসেবে যোগদান করেন। তার জলবায়ু সংক্রান্ত ৫টি গ্রন্থ ছাড়াও দেশে এবং বিদেশে অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ড. জাহিদুল ইসলাম ১৯৫৫ সালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।