ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ও এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন
গতকাল ১৪ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনানীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এস. কাদির পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধক্ষ্য ও অত্র ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও ছাত্র কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোঃ শাহ আলম চৌধুরী।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ আজমির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, আমরা ব্যবসায় প্রশাসন বিভাগে একঝাঁক দক্ষ অভিজ্ঞ মেধাবী শিক্ষক দ্বারা মানসম্পন্ন অত্যাধুনিক ওবিই কারিকুলাম অনুযায়ী একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তোমাদের গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।