ঢাকা ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের নবীনবরণ ও পিঠা উৎসব-২০২৩।
শুক্রবার ১৩ জানুয়ারি ঢাকা ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটির ফার্মেসির বিভাগের নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে একাডেমিক ভবনের সামনে নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
ফামের্সি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগমের সভাপতিত্বে ভার্সিিিটর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম।
নবীনবরণ অনুষ্ঠানে সিনিয়র ছাত্ররা নতুন ছাত্রদের ফুল দিয়ে বরণকরে নেয়। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি নবীন ছাত্রদের উদ্দেশে বলেন, ডিআইউতে তোমাদের স্বাগতম। ভালভাবে লেখাপড়া করে তোমাদের উজ্জ্¦ল ভবিষ্যত গড়ে তোল। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, নবীনেরা যেন তাদের লেখাপড়ার পাশাপাশি গবেষণার কাজে মনোনিবেশ করে। বক্তব্যের শেষে তারা পিঠা উৎসবের সবগুলো স্টল পরিদর্শন করেন।
পিঠা স্টল গুলোতে দেখা যায়, চিকেন মমো পিঠা, শামুক পিঠা, দুধপলি, ক্ষীর পুলিচমুচাই পিঠা, নকশিপিঠা, চিতইপিঠা, পাহাড়ি সান্নিপিঠা, ছিটাপিঠা ইত্যাদি। পিঠা উৎসবের শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।