ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ
গত বুধবার ১লা ডিসেম্বর বিকেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬৬তম ও ৯০তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা (তিনি ভাইস চ্যান্সেলরের চলতি দায়িত্ব পালন করছেন)।
অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বাছেত, সহযোগী অধ্যাপক মোছাঃ জাহানারা আক্তার, সহকারী অধ্যাপক মোঃ তাহজীব উল ইসলাম, সহকারী অধ্যাপক খন্দকার মোঃ জিলানী ও প্রভাষক মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রভাষক জনাব মোঃ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা নবীনদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের দেখে ভালো লাগছে। তিনি আরো বলেন,শিক্ষার্থীদের ভালো ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে”। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডীন ও চেয়ারম্যান প্রফেসর ড.এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার ।