অধ্যাপক ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী’র ১৫তম মৃত্যুবার্ষিকী
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর ১৫তম মৃত্যুবার্ষিকী। বিশিষ্ট এ আইনবিদ ও মানবাধিকার বিজ্ঞানী ২০০৪ খ্রিস্টাব্দের ৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। প্রয়াত শিক্ষাবিদ ড. মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০টি বই লিখেছেন। তাঁর লেখা আইন বিষয়ে ৩৫টির বেশি প্রবন্ধ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি একজন মানবাধিকার বিষয়ে বিস্তর গবেষণা করেছেন। ডা. মফিজুল ইসলাম পাটোয়ারী লন্ডন স্কুল অব ইকনোমিক্সের অধীনে একজন গবেষণাকর্মী হিসেবে মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। ড. মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা টেকনিক্যাল ও ভোকেশনাল ইনিস্টিটিউট, গাইবন্ধায় ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং ও রিসার্স সেন্টারসহ বশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এছাড়া সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও এতিমখানা তার সহযোগিতার কথা স্মরণ করে।