ভারতের হায়দারাবাদ ও তামিল নাড়ুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসঃ অপরচুনিটিস, চ্যালেঞ্জেস অ্যাণ্ড ফিউচার’ও ‘জি২০: মুভিং টুয়ার্ডস সাসটেইনেবল অ্যাণ্ড ইনক্লুসিভ গ্রোথ’শীর্ষক দুইটি আন্তর্জাতিক সম্মেলনে
ভারতের হায়দারাবাদ ও তামিল নাড়ুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসঃ অপরচুনিটিস, চ্যালেঞ্জেস অ্যাণ্ড ফিউচার’ও ‘জি২০: মুভিং টুয়ার্ডস সাসটেইনেবল অ্যাণ্ড ইনক্লুসিভ গ্রোথ’শীর্ষক দুইটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)
(৩১ মার্চ ও ১ এপ্রিল) ভারতের হায়দারাবাদের সেন্টস জোসেফ ডিগ্রি ও পিজি কলেজে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলসঃ অপরচুনিটিস, চ্যালেঞ্জেস অ্যাণ্ড ফিউচার বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার বক্তব্যে টেকসই উন্নয়নের ১৭টি গোল ও তা বাস্তবায়নের ৪২টি পন্থার উপর আলোকপাত করেন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ও বাংলাদেশের করনীয় সম্পর্কে বলেন। তিনি মনে করেন ভারত-বাংলাদেশের যৌথ গবেষণা, উদ্ভাবন ও বিস্তার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে এবং এক্ষেত্রে দুই দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এসময় তিনি হায়দারাবাদের উন্নয়ন ও ভারতের অন্যতম আইটি সিটি হিসেবে আবির্ভূত হওয়ার উপর আলোকপাত করেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে ১৪ সদস্যের শিক্ষকদের একটি দল হায়দারাবাদে এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে। দলটি পরবর্তীতে ভারতের মুম্বাইয়ের টাটা ইন্সটিটিউট অব সোস্যাল সাইয়েন্সের স্কুল অব হেলথ সিস্টেমস স্টাডিসে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করে যেখানে দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষতে শিক্ষা বিনিময়, গবেষণা প্রভৃতি বিষয়ে ঐকমত্য হয়। ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের নেতৃত্বে অপর একটি দল তামিল নাড়ুর বিবেকান্দ কলেজ অব আর্টস এন্ড সায়েন্সেস ফর উইমেনের আয়োজনে ৫ ও ৬ এপ্রিল জি২০: মুভিং টুয়ার্ডস সাসটেইনেবল অ্যাণ্ড ইনক্লুসিভ গ্রোথ শীর্ষক অপর একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে।সম্মেলনে অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রধান অতিথি ও ডিআইইউ আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান কিনোট বক্তা হিসেবে বক্তব্য প্রদlন করেন।