বাংলাদেশ-ভারত বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে -গওহর রিজভি
বাংলাদেশ ও ভারতের ভাষা, ইতিহাস ও ঐতিহ্য প্রায় একই, তাই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঘাটতি কখনও হয়নি। বরং দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এ সম্পর্ক চিরকাল অটুট থাকবে। আজ ৭ মার্চ শনিবার সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ইউনিভার্সিটির বাড্ডা সাঁতারকুল স্থায়ী ক্যাম্পাসে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ-ইন্ডিয়া পলিসি ল্যান্ডসস্কেপ উইথ স্পেশাল ফোকাস অন এমারজিং টেকনোলজিস’ শীর্ষক এক কনফারেন্সে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী এ কথা বলেন। তিনি আরও বলেন ৯ মাসের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও সহযোগীতা বর্তমান প্রধানমন্ত্রী কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর বৈঠকে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ছিট মহল নিয়ে সমস্যার সমাধান হয়েছে, আশা করি ভারতের বর্তমান সরকারের সাথে তিস্তা পানি বন্টন সমস্যারও সমাধান হবে। ২ দিন ব্যাপী এ কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, এমপি। তিনি বলেন বিবেক ও বুদ্ধি দিয়ে উপলব্ধি করতে পারলেই বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি হয়েছে তা বোঝা যায়।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কে.এম. মহসিন-এর সভাপতিত্বে কনফারেন্সে বক্তব্য
রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এম.পি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. আব্দুল হান্নান চৌধুরী,হায়দারাবাদে ওসমানিয়া ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট অনুষদের ডীন অধ্যাপক ড.সুরিয়ানারায়না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, অত্র ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান ডা. এস.কাদির পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, অধ্যাপক সেলিম ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ.আই.এস বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ আলম প্রমূখ।
কনফারেন্সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের কারণে ভারতের অনেক প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।