তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজশাহীতে বিভাগীয় কর্মশালা
সম্প্রতি রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়” শীর্ষক এক বিভাগীয় কর্মশালা অনুষ্টিত হয়েছে। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সেল টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্স সেল (টিসিআরসি), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও আর্ন্তজাতিক সংস্থা দি ইউনিয়ন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ও যুগ্ম-সচিব জনাব খায়রুল আলম সেখ-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব ন‚র-উর-রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব জাকির হোসেন ও রাজশাহীর জেলার জেলা প্রশাসক জনাব এস এম আব্দুল কাদের। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম বকুল এবং দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচী ব্যবস্থাপক জনাব আমিনুল ইসলাম সুজনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় ম‚ল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির সদস্য সচিব ও প্রকল্প ব্যবস্থাপক এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান। এছাড়াও কর্মশালায় তামাক ব্যবহারের কারণে সৃষ্ট বিভিন্ন রোগ থেকে জনসাধারণকে মুক্ত রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রন আইন প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচী ব্যবস্থাপক জনাব আমিনুল ইসলাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জনাব ন‚র-উর-রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সাল নাগাদ বাংলাদেশকে তামাক ব্যবহার থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন। এলক্ষ্যে সকলকে এক যোগে কাজ করতে হবে।
রাজশাহী বিভাগের ৮ টি জেলার সকল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জন কর্মশালায় অংশগ্রহণ করেন। তারা সকলেই যার যার জায়গা থেকে তামাকজাত দ্রব্যের মোড়কে আইনানুসারে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর প্রয়োগ নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।