ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘বাংলায় নানা রূপে নজরুল শীর্ষক আলোচনা এবং গুণীজন সংবর্ধনা’
আজ ১৩ জুলাই বুধবার বিকেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ‘বাংলায় নানা রূপে নজরুল শীর্ষক আলোচনা এবং গুণীজন সংবর্ধনা -২০২৩’র আয়োজন করা হয়। ইউনিভার্সিটির পক্ষথেকে গুণীজন সন্মননা প্রদান করা হয় একুশ পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী খায়রুল আলম শাকিল । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। আলোচনায় অংশগ্রহণ করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, প্রক্টর অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনার পর নজরুল সংগীত পরিবেশন করেন অতিথি গুনীজন খায়রুল আলম শাকিল। ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানটির পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন শমিষ্ঠা দাশ, সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, মিলি রহমান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ। সার্বিক সহযোগিতায় শ্রাবণী বড়ুয়া, সহকারী শিক্ষক, সিএসসি বিভাগ। সঞ্চালনা ও পরিবেশনা নবনীতা চক্রবর্তী ও তরু শাহরিয়ার স্বর্গ, প্রভাষক (বাংলা) ইইই বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।