ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের সেমিনার
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে ‘Terrorism: Theoretical Understanding- শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গত ২৬ জুলাই বৃহস্পতিবার ইউনিভার্সিটির আইন অনুষদ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্রিমিনাল এন্ড জাস্টিস স্ট্যাডিজ-এর চেয়ারম্যান ও ভার্জিনিয়ার স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. মোকাররম হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর, অধ্যাপক ড. কে. এম. মোহসীন। আইন অনুষদের ডীন, অধ্যাপক ড. এ. ডবিøউ. এম. আব্দুল হক এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার মশিউর রহমান সবুজ ও বাংলাদেশ সুপ্রীমকোটের এ্যাডভোকেট তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মিলি সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইন বিভাগের শিক্ষক মশিউর রহমান শাওন।
সেমিনারে আইন বিভাগের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।