ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য মোটিভেশন কাম প্রফেশনালিজম এন্ড টিচিং-লার্নিং মেডথস্ বিষয়ক দিনব্যাপী কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ‘মোটিভেশন কাম প্রফেশনালিজম এন্ড টিচিং-লার্নিং মেথডস্’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ১৭ সেপ্টেম্বর, ২০২২ইং ইউনিভার্সিটির সাতারকুল স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বিহ্যাবিয়ার ফিচার’স ফর টিচার্স বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ইন্সটিটিউট অব এডমিনিসট্রেশন এন্ড ম্যানেজমেন্ট (বিয়াম)এর সিনিয়র ম্যানেজমেন্ট এ্যাডভাইজার মিঃ আমিনুর। মেটিভেশন কাম প্রফেশনালিজম এর উপর বক্তব্য উপস্থাপন করেন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা; ইউনিভার্সিটির রুলস্ এন্ড রেগুলেশনের উপর বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম; ভিডিও সেশন এবং আই-কেচিং টিচিং লার্নিং এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান; এ্যাকশন ভার্বস, রুব্রিক্স এন্ড কোয়েশ্চেন এলাইনমেন্ট এর উপর আলেকপাত করেন সিএসই বিভাগের অধ্যাপক মোঃ আব্দুল বাছেত। এছাড়াও আইন বিভাগের সহকারী অধ্যাপক ও অতিরিক্ত পরিচালক, আইকিউএসি মোঃ রাইসুল ইসলাম সৌরভ ব্লুমস্ টেক্সোনোমি এন্ড এ্যাসেসমেন্টস্ টুলস্ এর উপর এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আবু তারেক ইউনির্সিটির এক্সামিনেশন রুলস্, রেকর্ডস্ এন্ড ডিসিপ্লিনারী রুলস্ এর উপর প্রেজেন্টেশন দেন। উক্ত কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকমন্ডলীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।