ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য মোটিভেশন কাম প্রফেশনালিজম এন্ড টিচিং-লার্নিং মেডথস্’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ‘মোটিভেশন কাম প্রফেশনালিজম এন্ড টিচিং-লার্নিং মেথডস্’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ০২ জানুয়ারি, ২০২২ইং ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মেটিভেশন কাম প্রফেশনালিজম এর উপর বক্তব্য উপস্থাপন করেন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা; ইউনিভার্সিটির রুলস্ এন্ড রেগুলেশনের উপর বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম; ভিডিও সেশন এবং আই-কেচিং টিচিং লার্নিং এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান; এ্যাকশন ভার্বস, রুব্রিক্স এন্ড কোয়েশ্চেন এলাইনমেন্ট এর উপর আলেকপাত করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল বাছেত। এছাড়াও আইন বিভাগের সহকারী অধ্যাপক ও অতিরিক্ত পরিচালক, আইকিউএসি মোঃ রাইসুল ইসলাম সৌরভ ব্লুমস্ টেক্সোনোমি এন্ড এ্যাসেসমেন্টস্ টুলস্ এর উপর এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও প্রক্টর মোঃ আবু তারেক ইউনির্সিটির এক্সামিনেশন রুলস্, রেকর্ডস্ এন্ড ডিসিপ্লিনারী রুলস্ এর উপর প্রেজেন্টেশন দেন। উক্ত কর্মশালার সমাপনীতে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকমন্ডলীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন বিশ^বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ড. এস. কাদির পাটোয়ারী।