ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ড. গণেশ চন্দ্র সাহাকে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ্যাডভোকেট আব্দুল হামিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহাকে ৪ বছরের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। ড. গণেশ চন্দ্র সাহা বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি ডুয়েটের বি.এসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্বর্ণপদক প্রাপ্ত। তিনি আইসিসিআর স্কলারশীপে ভারতের কানপুর থেকে পোষ্ট গ্রাজুয়েট ডিগ্রী অর্জন করেন।
ড. সাহা ১৯৬৩ সালে ১লা অক্টোবর টাঙ্গাইলের দেলদুয়ার থানার এলাসিন গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম গৌরচন্দ্র সাহা ও মাতার নাম মিরা সাহা।