ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিনিধির আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ
গত ১২ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৮ ইং তারিখে ইন্দোনেশিয়ার বালিতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪০ টি দেশের সমন্বয়ে ’12th Asia Pacific Conference on Tobacco or Health (12thAPACT)’ শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে বিশ্বের ১৫ টি দেশ হতে Youth দের নিয়ে ‘ইউথ লিডারশীপ অন টোব্যাকো কন্ট্রোল’ শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষ থেকে মিডিয়া এন্ড এডভোকেসি অফিসার বাপ্পা রাজ দাশ Youth Leader হিসাবে অংশগ্রহণ করেন ও তামাক নিয়ন্ত্রনে টিসিআরসি-এর ভূমিকা তুলে ধরেন। এছাড়াও উক্ত কনফারেন্সে টিসিআরসি’র পক্ষে এর গবেষণা সহকারী ও প্রকল্প কর্মকর্তা মোঃ মহিউদ্দিন চারটি গবেষণা প্রবন্ধ যথাক্রমে ‘Identify the Challenges to Implementation of Section 10 of Tobacco Control Law in Bangladesh’ Graphic Health Warnings (GHWs) Implementation: Learning from Bangladesh’Impact of Graphic Health Warnings Implementation to Quit Smoking among Low Income Population in Dhaka City’ Ges Effect of Graphic Health Warnings Implementation among the age of 12-24 years in Dhaka City’ উপস্থাপন করেন।