ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে Interactive & Innovative Teaching-Learning and Assessments in New Normal শীর্ষক কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যারিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক Interactive & Innovative Teaching-Learning and Assessments in New Normal শীর্ষক কর্মশালা অনলাইনে জুম প্ল্যাটফর্মে 23 জানুয়ারি 2021 তারিখে অনুষ্ঠিত হয়। কর্মশালায় ডিআইইউ’র বিভিন্ন বিভাগের প্রায় একশত শিক্ষক, কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান ও ডীনবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও সহযোগী প্রধান মো. দারা আব্দুস সাত্তার। তিনি করোনাউত্তোর সময়ে টিচিং-লার্নিং ও এ্যাসেসমেন্টের উপর তার উপস্থাপনা কর্মশালায় উপস্থিত সকলের সঙ্গে শেয়ার করেন। তিনি বর্তমান সময়ে প্রচলিত বিভিন্ন শিক্ষণ পদ্ধতি, টিচিং মেথড, এ্যাসেসমেন্ট সংক্রান্ত বিভিন্ন মেথড তুলে ধরেন। এসময় তিনি এ বিষয়ে আধুনিক টুলস ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক রাইসুল ইসলাম সৌরভ।