ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কাটিং এজ সার্ভিস ডেলিভারি-ডিজিটাইজড অফিস ম্যানেজমেন্ট এবং আপডেটস্ অন ব্যাক অ্যাক্রিডিটেশন’ বিষয়ক কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ইউনিভার্সিটির সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনলাইনে ১৩ ডিসেম্বর, ২০২০ ইং ‘কাটিং এজ সার্ভিস ডেলিভারি-ডিজিটাইজড অফিস ম্যানেজমেন্ট এবং আপডেটস্ অন ব্যাক অ্যাক্রিডিটেশন’ (‘Cutting Edge Service Delivery-Digitized Office Management & Updates on BAC Accreditation‘) বিষয়ক কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় ডিগনিফাইড স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মিস ফারখুন্ডা ডরিন, সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এন্ড হেড অব টিওটি এন্ড বিহ্যাবিয়ারাল ম্যানেজমেন্ট ডিভিশন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম)। তিনি ইউনিভার্সিটি-এর সাংগঠনিক কাঠামো, অফিস ডিজিটালাইজেশন, আইটি ভীতি, মাইন্ডসেট, কর্মক্ষেত্রে কাজের সুরক্ষা ও নিউ নরমল এ অভিযোজন বিষয়ে প্রাণবন্ত উপস্থাপনা করেন। এছাড়া ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. কে. এম. মোহসিন; বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি; বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডাঃ এস. কাদির পাটোয়ারী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী। এছাড়াও অধ্যাপক ড. ভোলানাথ দত্ত, প্রেসিডেন্ট, এমটিসি গ্লোবাল, বেঙ্গালুরু, ভারত; অধ্যাপক রফিকুল ইসলাম, রেজিস্ট্রার, ডিআইইউ; অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান, পরিচালক, আইকিউএসি এবং মোঃ আবু তারেক, প্রক্টর ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), ডিআইইউ যথাক্রমে অফিস ম্যানেজমেন্টে আইসিটির কার্যকর ব্যবহার, ইউনিভার্সিটির রুলস্ এন্ড রেগুলেশনস্, আসন্ন ব্যাক এ্যাক্রিডিটেশন অর্জনে করণীয়, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার বিধি-বিধান সম্পর্কে বক্তব্য প্রদান করেন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোঃ রাইসুল ইসলাম সৌরভ কর্মশালাটি সঞ্চলনা করেন এবং মতামত বিনিময় আলোচনায় অংশ নেন।