ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘শেয়ারিং এ্যাক্রিডিটেশন ষ্ট্যান্ডার্ডস এন্ড ক্রাইটেরিয়া’ বিষয়ক কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ইউনিভার্সিটির সকল শিক্ষক ও দাপ্তরিক প্রধানদের নিয়ে অনলাইনে ১৬ নভেম্বর, ২০২০ ইং ‘শেয়ারিং এ্যাক্রিডিটেশন ষ্ট্যান্ডার্স এন্ড ক্রাইটেরিয়া’ বিষয়ক কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল (ব্যাক) এবং প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী-এম.পি, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ অনলাইনে তাঁর বক্তব্যে বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিলের উদ্দেশ্য ও কার্যাবলী তুলে ধরেন। এসময় তিনি জানান ব্যাক শীঘ্রই দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে প্রোগ্রাম লেভেলে এ্যাক্রিডিশনের কাজ শুরু করতে যাচ্ছে এবং এ লক্ষ্যে তারা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়সমূহের আইকিউএসি’র পরিচালক, বিভাগীয় প্রধান, বিভিন্ন অনুষদের ডীন, উপাচার্যগণের সঙ্গে এ্যাক্রিডিটেশন স্ট্যান্ডার্ড নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করেছেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করোনাকালীন সময়েও এধরণের সময়োপযোগী কর্মশালা আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। এসময় তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে এ্যাক্রিডিটেশনের প্রয়োজনীয়তা ও তার বিভিন্ন ক্রাইটেরিয়া সকলের সামনে তুলে ধরেন।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এম.পি তাঁর বক্তৃতায় এ্যাক্রিডিটেশনের সময় বিশ্ববিদ্যালয় ভেদে সক্ষমতা বিবেচনায় নেয়ার আহবান জানান। তিনি তাঁর বক্তব্যে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ নিজেদের সীমিত সম্পদ বিবেচনায় যৌথভাবে কাজ করতে পারলে দ্রুত কাঙ্খিত ফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি পশ্চিমা বিশ্বের মতো ফেডারেল স্ট্যাকচারে একাধিক বিশ্ববিদ্যালয় মিলে খেলার মাঠ, লাইব্রেরি, মিলনায়তন গড়ে তোলার আহবান জানান এবং ব্যাক এসব বিষয় বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ-এ তাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করবে বলে মত প্রকাশ করে। ডিআইইউ আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সেরাজুল ইসলাম প্রধান বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক প্রণীত ড্রাফট এ্যাক্রিডিটেশন ষ্ট্যান্ডার্স ও ক্রাইটেরিয়া শিক্ষকমন্ডলী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে তার প্রজেন্টেশনের মাধ্যমে শেয়ার করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আসন্ন ব্যাক কর্মকান্ড সফলভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলে আহবান জানান এবং এসকল কর্মকান্ড প্রত্যেকটি বিভাগ সুচারুরূপে সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালাটি সঞ্চলনা করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক রাইসুল ইসলাম সৌরভ।