ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় নিয়োগ প্রফেসর ড.মঈনুল ইসলাম
মাননীয় চ্যান্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.মঈনুল ইসলামকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ইং সালে বাণিজ্য বিভাগ থেকে এম.কম. ডিগ্রী, ১৯৭০ইং সালে ম্যানেজমেন্টে ব্রনেল ইউনিভার্সিটি ইউ.কে. থেকে এম.টেক এবং ১৯৭৬ইং সালে ইউনিভার্সিটি অব লিডস থেকে পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৪ইং সালে ইউনিভার্সিটি অব লন্ডনের লন্ডন স্কুল অব ইকোনিমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এর ভিজিটিং ফেলো ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে লেবার ম্যানেজমেন্টসহ ইউ.এন.ডি.পি-ইউ.এন.সি.এইচ. সহ বিভিন্ন দেশী-বিদেশী প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর এবং একই বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ও অধ্যাপনা করেন।
চীনের উপর একটি ভ্রমণ কাহিনীসহ দেশের চলমান রাজনীতি ও সমাজের উপর ৫টি গ্রন্থ রচনা করেছেন। তিনি বিভিন্ন শিক্ষা সম্মেলনে যোগদান এবং ভ্রমণ উপলক্ষে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, পাকিস্তান, জার্মানীসহ কয়েকটি দেশ ভ্রমণ করেন। ড. মঈনুল ইসলাম ১৯৩৮ সালে ৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।