ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ্যাডাপশন এন্ড ইপ্লিমেনটেশন অফ আইসিটি ইনোভেশন ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ডিআইইউ) ইন্সটিটিউশাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ইউনিভার্সিটির সকল শিক্ষকদের নিয়ে ০১ অক্টোবর, ২০১৯ ইং ইউনিভার্সিটির ৬৬, গ্রীনরোড ক্যাম্পাসে ড. এম. আই. পাটোয়ারী অডিটেরিয়ামে ‘এ্যাডাপশন এন্ড ইপ্লিমেনটেশন অফ আইসিটি ইনোভেশন ইন প্রফেশনাল ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালার আয়োজন করে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, সদস্য, বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল (ব্যাক) এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ড. হাসান সারওয়ার, অধ্যাপক, সিএসই বিভাগ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ড. হাসান সারওয়ার তাঁর প্রেজেন্টেশনে উচ্চ শিক্ষায় আইসিটি ইন্টারভেনশন, এ্যাডাপটেশন এবং সফ্টওয়্যার ভিত্তিক প্রয়োগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অধ্যাপক অধিকারী বাংলাদেশ এ্যাক্রিডিটেশন কাউন্সিল কর্তৃক গৃহীত ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, টেমপ্লেইট এবং কাউন্সিলের ভবিষ্যত কর্মকান্ড তুলে ধরেন।