ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেনসিক শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন
আজ ১৯ জুলাই ও ডিআইইউ’র ৬৬ গ্রীন রোড ক্যাম্পাসে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি), ভারতের বাঙ্গালুরুর এমটিসি গ্লোবাল ও তামিল নাড়ুর বিবেকানন্দ আর্টস এ্যা- সাইন্স কলেজ ফর উইমেন (ভিকাস) এর যৌথ আয়োজনে সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেনসিক শীর্ষক দুই দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এম. কায়কোবাদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু, ভারতের এলাহাবাদের সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট ও কনসালটেন্ট সত্য প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ ও ব্যারিস্টার জুয়েল সরকার প্রমুখ।
কর্মশালায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইন, সিএসই, ইইই, ইইটিই ও প্রযুক্তি বিভাগের ছাত্রছাত্রী, আইনজীবী ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশাজীবীর সদস্যরা অংশগ্রহণ করেন। এ কর্মশালা শুরু হয় সকাল সাড়ে ৯টায়, শেষ হয় বিকেল ৫টায়। কর্মশালা পরিচালনা করবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান ও অতিরিক্ত পরিচালক রাইসুল ইসলাম সৌরভ।