ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে পুনরায় নিয়োগ প্রফেসর ড. কে.এম. মোহসীন
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রফেসর ড. কে.এম. মোহসীনকে ৪ বছরের জন্য পুণরায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন। ড. মোহসীন ২০১৪ সাল থেকে অত্র ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং কলা অনুষদের ডীন ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে তিনি পি.এইচ.ডি ডিগ্রী লাভ করেন। কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলো, জাপান ফাউন্ডেশন ফেলো, গান্ধীপিস ফাউন্ডেশন ফেলো হিসেবে যথাক্রমে লন্ডন বিশ্ববিদ্যালয়, ওসাকা ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এবং দিল্লীতে গবেষণা করেন। তার পি.এইচ.ডি থিসিসসহ ৭টি গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২৫ দেশে বিশ্বের ইতিহাস ও ঐতিহ্য সংক্রান্ত সেমিনার-সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।