ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডে-৩৬ এবং ৩৭ ব্যাচের বিদায় অনুষ্ঠান
তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ- বিদায় । কিন্তু শব্দটির আপাদমস্তক বিষাদে ভরা । তারপরও জগতের নিয়ম অনুসারে নতুনকে জায়গা করে দিতে পুরোতনকে ছেড়ে দিতে হয় জায়গা । আর এই কারণেই গত ৫ই মে ২০১৯ তারিখ রবিবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম. আই. পাটোয়ারি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলে উক্ত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডে-৩৬ এবং ৩৭ ব্যাচের বিদায় অনুষ্ঠান । বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিষ্টার প্রফেসর রফিকুল ইসলাম, বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের সম্মানীত ডীন প্রফেসর ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানীত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বাশেত এবং সহযোগী অধ্যাপক মোছাঃ জাহানারা আক্তার সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ । পূর্ণ বিদায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন অত্র বিভাগের সম্মানীত শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ তাহজীব-উল ইসলাম । অনুষ্ঠানের প্রথমেই সকল শিক্ষার্থী ফুল এবং করতালির মাধ্যমে বরণ করে নেয় বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের। এরপর পবিত্র কোরআন শরীফ পাঠ শেষে বিদায়ীদের উদ্দেশ্যে পাঠ করা হয় মানপত্র । এরপর আয়োজক ডে-৩৮ এবং ডে-৩৯ ব্যাচের দুই জন প্রতিনিধি, বিদায়ী ব্যাচের দুইজন প্রতিনিধি এবং শ্রদ্ধেয় শিক্ষককের মধ্য থেকে কয়েকজন মঞ্চে তাদের মূল্যবান বক্তব্য রাখেন । এরপর প্রদর্শন করা হয় বিদায়ী ব্যাচের ডকুমেন্টারি ভিডিও ।
সকল শিক্ষক বিদায়ী ব্যাচের মাঝে বিদায়ী স্মারক প্রদান করেন ।
এরপর বিভাগের পক্ষ থেকে সম্মানী স্মারক প্রদান করা হয় কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া ICT Division, Bangladesh এবং s Lict Bangladesh কর্তৃক আয়োজিত Dhaka It-ites Job Fair 2019 এর App Idea Competition এ ৩৫ টি টিমের মধ্যে প্রথম স্থান অর্জন করী উক্ত বিভাগের মোঃ মেহেদী হাসানকে । এবং সে সকলের উদ্দেশ্যে তাঁর অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন ।
সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন সম্মনীত ডীন প্রফেসর ড. এ. টি. এম. মাহবুবুর রহমান সরকার এবং মাননীয় রেজিষ্টার প্রফেসর রফিকুল ইসলাম ।
শেষে বিদায়ী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উক্ত বিভাগের সম্মানীত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বাশেত ।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশ স¤পূর্ণ হয় জাকজমক পূর্ণসাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে । যেখানে কিনা অংশগ্রহন করেন উক্ত বিভাগে শিক্ষার্থীরা । এই মন তোমাকে দিলাম- গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং এরপর পর্যায়ক্রমে গান, নৃত্য, কবিতা আবৃতি, অভিনয় এবং উক্ত বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ তাহজীব-উল ইসলাম এর মনমুগ্ধকর গান দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।