ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে দিনব্যাপী ‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক এক কর্মশালা
আজ ৪ মে ২০১৯ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এম আই পাটোয়ারী অডিটোরিয়ামে দিনব্যাপী ‘কমিউনিকেশন ফর ক্যারিয়ার’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাদিয়া ইনকরর্পোরেশন ও ড্রীম ডিভাইজার এর সহযোগীতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।
এই কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বনামধন্য দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষব্যক্তিরা। যাদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লি:-এর এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহসান উল্লাহ খান, আমরা কোং এর গ্রæপ পিপল অফিসার অজেয় রোহিতাশ আল কাজী, এসএমই রবি এক্সিটা লি:-এর জেনারেল ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, ব্রাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং এ্যান্ড ই-কর্মাস-এর প্রধান সিরাজ সিদ্দিকী (শাকিল), ও কানেক্ট-৩৬০ এর প্রতিষ্ঠাতা শরীফ নীড় প্রমূখ।
এ কর্মশালায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ডেইলি স্টার, দৈনিক বণিক বার্তা, বাংলা নিউজ ২৪.কম ও রেডিও নেক্সট ৯৩.২এফ.এম।
কর্মশালায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ছাত্রছাত্রী উপস্থিত ছিলো। বক্তরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য পেশাগত জীবনে সাফল্যের জন্য যোগাযোগ দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়াও বক্তারা সিভি প্রসÍুতকরন, ভাইবা প্রস্তুতি, বিদ্যমান ও সাম্ভব্য ভবিষ্যত চাকরি খাত সর্ম্পকে বাস্তবিক ধারণা এবং তার প্রেক্ষিতে নিজেকে প্রসÍুত করার বিভিন্ন টিপস প্রদান করেন।
এই কর্মশালায় অংশগ্রহনকারী ছাত্রছাত্রীদের সনদ প্রদান করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ।