ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের ফেস্টিভ্যাল-২০১৯
কালের যাত্রাধ্বনি শুনিতে কি পাও? হেথা নয় অন্য কোথা, কোন খানে এ শ্লোগানকে সামনে রেখে ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘সিভিল ফেস্টিভ্যাল-২০১৯’ এর ইভিনিং চতুর্থ ও পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ শুক্রবার বেলা ৩টায় স্থায়ী ক্যাম্পস সাতারকুলে বিভাগীয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরকৌশল বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ হাকিমুজ্জামান শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শহীদুল কাদির পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, বিভাগীয় উপদেষ্টা প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো রফিকুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী, প্রক্টর মোঃ আবু তারেক ও আই.কিউ.এ.সি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম প্রধান।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদায়ী সংবর্ধনা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আকিজ সিমেন্ট অনুষ্ঠানটির স্পন্সর করে।