ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার ক্ষেত্র সম্ভাবনা শীর্ষক সেমিনার-2019
গতকাল ২২ মার্চ সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার ক্ষেত্র সম্ভাবনা”- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ডা. শহীদুল কাদির পাটোয়ারী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা, ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা, অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, রেজিস্ট্রার অধ্যাপক মো রফিকুল ইসলাম, ড. শাহ আলম মজুমদার, ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস সরদার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন, ড. এ.টি.এম মাহবুবুর রহমান, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল বাসেত।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন ছাত্র কল্যাণ উপদেষ্টা, সহযোগী অধ্যাপক শাহ আলম চৌধুরী।