ডিজিটাল বাংলাদেশে ইন্ডাস্ট্রি ৪.০ এর প্রভাব শীর্ষক ওয়েবিনার আয়োজন করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি্র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
আগামী ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রোজ বৃহস্পতিবার (রাত ৮.০০ ঘটিকা) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি্র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে চতুর্থ শিল্প প্রজন্মে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ, এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। অনলাইন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান– অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হবেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালইয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ।
ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন-বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি, অধ্যাপক ড: হাফিজ মোঃ হাসান বাবু। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমাজান ওয়েব সার্ভিসের লিডার এবং ক্লাউডক্যাম্প বাংলাদেশের প্রতিষ্ঠাতা – মোহম্মদ মাহদী-উজ জামান। এবং কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়’র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর ভিজিটিং সহকারী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে এর সঞ্চালনায় এই ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি্র ভাইস-চেয়ারম্যান ড এস কাদির পাটোয়ারী এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড কে এম মহসীন।