ডিআইইউ ও ভারতের বাল্লারী ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যাণ্ড ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ভারতের কর্ণাটকের বাল্লারী ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যাণ্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)’র মধ্যে গত ২৭ জুলাই ২০২৩ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ডিআইইউ ও বিআইটিএমের মধ্যকার সমঝোতা স্মারকের উদ্দেশ্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী এবং জ্ঞান আদান-প্রদান।
ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি ও বিআইটিএমের অধ্যক্ষ ড. যাদাভালি বাসাভারাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় ডিআইইউ’র ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান, অতিরিক্ত রেজিস্ট্রার ও ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক আব্দুল বাছেদসহ দশ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করায় ডিআইইউ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি বিআইটিএম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের এই দুই স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান উভয় দেশের কল্যাণে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই উদ্যোগের ফলে বাল্লারীর বিআইটিএম ও ঢাকার ডিআইইউ’র মধ্যে সেতু বন্ধন স্থাপিত হল। যার ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপকৃত হবেন। সমঝোতা স্মারকানুসারে ডিআইইউ এবং বিআইটিএম যৌথভাবে সহযোগিতামূলক গবেষণা সম্পাদন, প্রকাশনা, সম্মেলন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় প্রভৃতি আয়োজন করবে এবং এসকল কার্যক্রমের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার মানবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি মত প্রকাশ করেন। পরবর্তীতে ডিআইইউ প্রতিনিধি দল বিআইটিএম কর্তৃক আয়োজিত ‘এগাইল বিজনেস অ্যামিড অব টুনা ওয়ার্ল্ড ফর সাসটেইন্যাবিলিটি অ্যাণ্ড ইনোভেশন’ শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ করে; যেখানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে পার্টনারশিপ, কোলাবোরেশন, উদ্ভাবন, আগামীর পৃথিবীর জন্য টেকসই উন্নয়ন, জলবায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে কার্যকরি কর্মকৌশল প্রণয়ন, দারিদ্র ও বেকারত্ব দূরিকরণে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রভৃতি বিষয়ের উপর জোরারোপ করেন।