খুলনায় ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক বিভাগীয় কর্মশালা
গত ২৭ জুন খুলনা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্স সেল (টিসিআরসি), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং দি ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও টিসিআরসি প্রেসিডেন্ট ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দ্বিতীয় বিশ্ব যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছেন, তার চেয়ে অধিক প্রাণহানি হয়েছে তামাকের মরণ ছোবলে। তাই তামাকের মহামারীকে ঠেকাতে সর্বস্তরে ব্যবস্থা গ্রহণ গ্রহণ করতে হবে। আর এজন্য দরকার সরকাবেরর কঠোর পদক্ষেপ’।
কর্মশালায় খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুখ হোসেন, অতিারক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, খুলনার সভিল সার্জন, ডাঃ এস. এম. আঃ রাজ্জাক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন ।
কর্মশালায় ‘বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন ও এর বাস্তবায়নে টাস্কফোর্স সদস্যদের ভুমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের প্রোগ্রাম অফিসার আমিনুল ইসলাম সুজন ও ‘তামাক নিয়ন্ত্রণে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর গুরুত্ব ও করনীয়’ শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন টিসিআরসির সদস্য সচিব ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোঃ বজলুর রহমান ও প্রোগ্রাম অফিসার এবং গবেষণা সহকারী ফারহানা জামান লিজা। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার জাবের মোঃ সোয়াই- এর সঞ্চালনায় এ কর্মশালায় আরো বক্তব্য রাখেন খুলনা সিভিল সার্জন অফিসের পরিচালক ডা: মো: আব্দুল কাদির, সহকারী কমিশনার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: মুজিবুর রহমান, ও ডবিøউবিবি ট্রাস্ট এর কর্মসূচী ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান।
এছাড়াও বিভাগীয় শ্রম দপ্তর, বিএসটিআই খুলনা, বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন সিয়াম , এইড ফাউন্ডেশন, সাফ, কনজুমার এসোসিয়েশন (ক্যাব) খুলনা, প্রেসক্লাবের সভাপতি, বিটিভির খুলনা প্রতিনিধি ও তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।