আপনার সার্টিফিকেট ঠিক আছে তো ?
Dhaka International University ( DIU )-তে result verification প্রথম থেকেই ঝামেলা হচ্ছিলো। অনেকের চাকরি দাতা প্রতিষ্ঠান result verification করতে না পারার কারনে নিয়োগ দেয় নাই। ডিজিটাল যুগে ম্যানুয়াল সিস্টেমে রেজাল্ট ভেরিফিকেশন করাতেও অনেক ঝামেলা পোহাতে হচ্ছিলো।
অনেকেই IT -তে এসে বলে আমরা কেন রেজাল্ট অনলাইন এ দিচ্ছিনা। IT থেকে বলা হয় – এই কাজ Controller office -এর। এমন একটা ধাক্কা-ধাক্কি চলেই আসছিলো দীর্ঘদিন ধরে । সবশেষে সমাধান হলো।
গত December 22, 2019 তারিখে জয়েন্ট ডিরেক্টর মোঃ মাসুদ পারভেজ পাটোয়ারীর কাছে Controller Of Examination (COE) , online -এ সকল pending Transcript Entry-এর দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে IT Team -এর কাছে হস্তান্তর করে।
IT Team স্বল্প জনবল নিয়ে খুব দ্রুততার সাথে কাজ করে মাত্র এক মাসের মধ্যে কাজ শেষ করে Controller Of Examination (COE)-এর নিকট কাজ বুঝিয়ে দেয়।
আজ ২২ জানুয়ারি, ২০২০ তারিখে Controller Of Examination, IT Team -এর কাজের স্বীকৃতি প্রদান করে একটি পত্র দেন। পত্রে সকল ট্রান্সক্রিপ্ট অনলাইনে এন্ট্রি হয়েছে বলে জানান।
এখান থেকে অনলাইনে রেজাল্ট ভেরিফিকেশন করে নিন।
কয়েক হাজার ডাটার কাজের মধ্যে কিছু ভুল থাকা অস্বাভাবিক নয়। অনুগ্রহ করে আপনার রেজাল্ট check করুন। Result Verification -এ এখনো কোনো সমস্যা থাকলে নিচের নম্বরে কল করার অনুরোধ করা যাচ্ছে।
Md. Abu Tareque
Controller of Examination
Call – 01712668246
Email- [email protected]
Note: এখন থেকে transcript ছাত্র -ছাত্রীদের কাছে হস্তান্তরের পূর্বে তা online -এ পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর entry দিবেন।
IT Team -এর যারা অক্লান্ত পরিশ্রম করে কাজটি সফল করেছেন:
Md. Faruk Hossen
Md. Omar Faruque Miah
Mithun Kumar Sarker
Md. Jony Miah
MD. NEOAJ SHARIF
ABU BAKKAR SIDDIK
Roknuzzaman
Md. Abdur Rashid Sarker
RIPON BISWAS
Md. Mahamudul Hasan
MD. WAHIDUL ISLAM
Md. Ariful Islam
Md. Al Imran
MD. SHARIFUL ISLAM
S.M. Moshiur Hassan
MD. EMRAN HOSSAIN KHAN
FARUQUE HOSSAIN
ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ-এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে।