অধ্যাপক ড. কে. এম. মোহসীনের জীবনাবসান
আজ সোমবার, ২২ ফেব্রয়ারি ঢাকার উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভোরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. কে এম মোহসীন শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৮৪। মৃত্যুকালে এক সন্তান ও অনেক গুণগ্রাহী রেখে যান। উত্তরার ৭ নাম্বার সেক্টরের সেন্ট্রাল মসজিদে প্রথমে বাদ জোহর এবং পরে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদে নামাজে জানাযা শেষে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
কে এম মোহসীন ১৯৩৮ সালের ২৭ মে রাজবাডীতে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সন্মান ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৬ সালে তিনি লন্ডন থেকে পিএইচডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ইতিহাস বিভাগের সাবেক সভাপতি, সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তাঁর ৭ গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ রয়েছে। তার মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও জাতীয় প্রেসিডিয়ামের সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি শোক এবং তার পরিবারের প্রদি সমবেদনা জানান।