সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ডিআইইউ’র উদ্যোগে সাইবার সিকিউরিটি ও ডিজিটাল ফরেনসিক শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

গতকাল কাল ২১ জুলাই, বিকাল ৪ টায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সাইবরি সিকিউরিটি ও ডিজিটাল ফরেনসিক শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে বক্তব্য রাখেনন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, এমপি, ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, বিউবিটি’র সিএইসি বিভাগের চেয়ারম্যান ড. মো. আমীর আলী ও ডিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ প্রমুখ। সভাপত্বি করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.কে এম মোহসীন।
সন্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইন, সিএসই, ইইই, ইইটিই ও প্রযুক্তি বিভাগের ছাত্রছাত্রী, আইনজীবী ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশাজীবীর সদস্যরা অংশগ্রহণ করেন। সম্মেলন পরিচালনা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সেরাজুল ইসলাম প্রধান ও অতিরিক্ত পরিচালক রাইসুল ইসলাম সৌরভ।

error

Enjoy this blog? Please spread the word :)