সিএসই কম্পিউটার ক্লাব এবং ফেসবুক ডেভেলপার ঢাকা সার্কেল এর উদ্যগে ডি আই ইউ তে কর্মশালা


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব (ডিআইইউ সিপিসি) এর উদ্যোগে ফেসবুক ডেভলপার সার্কেল ঢাকা এর সহযোগিতায় গত ২৯শে সেপ্টেম্বর রোজ রবিবার ৬৬,গ্রীনরোড ক্যাম্পাসের ড.এম.আই পাটোয়ারী অডিটেরিয়ামে হয়ে গেল স্পার্ক এআর, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং চ্যাটবটের উপর ৩ ঘন্টা ব্যাপী কর্মশালা। “Facebook Technologies for Developers” নামে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন জনাব প্রফেসর ড. এ.টি.এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইইটিই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব মোঃ আব্দুল বাছেত। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে এবং ৮০ জন নিবন্ধিত প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে এই কর্মশালায় শিক্ষার্থীদের স্পার্ক এআর স্টুডিও ব্যবহার করে অগমেন্টেড রিয়েলিটি ভিত্তিক অ্যাপ্লিকেশান ডিজাইন এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় চ্যাটবট তৈরী সম্পর্কে শেখানো হয়। পুরো কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তাহজীব উল ইসলাম এবং সহকারী অধ্যাপক সম্রাট কুমার দে।

error

Enjoy this blog? Please spread the word :)