ভারতের ব্যাঙ্গালুরু ও তামিলনাড়ু তে অনুষ্ঠিত কনফারেন্সে

ভারতের ব্যাঙ্গালুরু ও তামিলনাড়ু তে অনুষ্ঠিত কনফারেন্সে | ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গত ০২ এবং ০৪-০৫ ফেব্রুয়ারি, ২০১৯ইং ভারতের ব্যাঙ্গালুরু ও তামিলনাড়–তে ‘১ম ওয়ার্ল্ড এন্ট্রোপ্রেনারশীপ সামিট’ এবং ‘৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হেলথ্কেয়ার টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট’ অনুষ্ঠিত হয়। উক্ত সামিটে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের ১২জন শিক্ষকমন্ডলী। সামিটে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন অমরেন্দ্র সাহু, কো-ফাউন্ডার এন্ড সিইও, নেস্টএওয়ে। আরও উপস্থিত ছিলেন ভারত, আফগানিস্তান এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ ও বক্তাগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক ভোলানাথ দত্ত, প্রেসিডেন্ট, এমটিসি গেøাবাল, ইন্ডিয়া। বিবেকানন্দ কলেজ অফ আর্টস এন্ড সায়েন্সেস ফর উইমেন কর্তৃক আয়োজিত কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বর্তমান ও প্রাচীন চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জ্ঞানলাভ বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের যুগোপযোগী হিসেবে গড়ে ওঠার আহবান জানান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)- এর পরিচালক অধ্যাপক ড. মোঃ সেরাজুল ইসলাম প্রধান ‘টেকনোনজিক্যাল লিমিটেশন এন্ড চ্যালেঞ্জেস অন হেলথ্কেয়ার’ বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়াও অত্র ইউনিভার্সিটির আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মিলি সুলতানা ‘কনট্রিবিউশন অব উমেন টু হেলথ্কেয়ার সেক্টর ইন বাংলাদেশ এন্ড রেলিভেন্ট ল’; আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাইসুল ইসলাম সৌরভ ‘মেডিকেল নেগলিজেন্স এ্যাপলিকেশন অব টর্ট ল ইন মেডিকেল নেগলিজেন্স এন্ড দ্য রোল অব টেকনোলজি’; সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তাহজীব-উল ইসলাম ‘ইনটেলিজেন্স ইন হেলথ্কেয়ার সেক্টর’ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জিনাতুল মাওয়া ‘ই-কমার্স ইন হেলথ্কেয়ার’ বিষয়ের উপর পেপার প্রেজেন্ট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)