বাজার সিন্ডিকেট নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী
সম্প্রতি রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্ট আয়োজিত ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ শীর্ষক ছায়া সংসদ প্রতিযোগিতায় সরকারি বাঙলা কলেজকে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি জেলা প্রশাসন, র্যাব, নিরাপদ খাদ্য কর্তৃপক্ত, বিএসটিআই, প্রতিযোগিতা কমিশন ও ট্যারিফ কমিশন সহ নানা সংস্থা কাজ করছে। ২০১৯-২০ অর্থবছরে অসাধু ব্যাবসায়ীদের নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ ৩৫ কোটি টাকা জরিমানা করেছে। ২০১৩-১৪ থেকে ২০১৯-২০ অর্থবছরে এই জরিমানার পরিমাণ ছিলো ১২৫ কোটি টাকা। অসাধু বাজার সিন্ডিকেটের সাথে জড়িতদের চিহ্নিত করে জরিমানা ও শাস্তির আওতায় আনতে সরকার কাজ করছে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাজার সিন্ডিকেট এর কারণ অনুসন্ধান ও প্রতিকার নিয়ে সরকার কাজ করছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে মূল অভিযুক্তদেরকে আইনের আওতায় না এনে শুধু প্রান্তিক ব্যাবসায়ীদের জরিমানা বা শাস্তি প্রদান করলে এই সমস্যার সামাধান হবে না। বিজয়ী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা হচ্ছে ইংরেজী বিভাগের শিক্ষার্থী রেজোয়ানা করিম সারা, আইন বিভাগের শিক্ষার্থী এস.এম আল আমিন ও ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: শাহ আলম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এম.পি।